ময়মনসিংহ, বাংলাদেশ গ্লোবাল: মালয়েশিয়ার এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের দায়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এম. হারুন-অর-রশিদকে স্থায়ীভাবে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ড. মো. নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম. হারুন-অর-রশিদের বিরুদ্ধে মালয়েশিয়ান ছাত্রী প্রিসিলা প্রিয়াঙ্কার ওপর যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত গঠন করা হয়। কমিটির সুপারিশের আলোকে ২০২৪ সালের ১৪ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি অধিবেশনে সিদ্ধান্ত গৃহীত হয়। অধ্যাপকের অনুকূলে প্রেরিত চার্জশিটের দাখিলকৃত জবাব সন্তোষজনক না হওয়ায় গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩২৭তম অধিবেশনে গৃহীত ১-এর (৫) নং সিদ্ধান্ত মোতাবেক তাকে বাকৃবি কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) স্ট্যাটুটস-এর ৪ (১) (এফ) নং ধারা অনুযায়ী চাকরি থেকে অপসারণ করা হলো। এই আদেশনামা ১৩ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর ড. হারুনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি অনুষদে অধ্যয়নরত মালয়েশিয়ান এক নারী শিক্ষার্থী। অভিযোগের প্রেক্ষিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির দেওয়া প্রতিবেদন ও সুপারিশের প্রেক্ষিতে ১৪ অক্টোবর ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com