গাজীপুর, বাংলাদেশ গ্লোবাল: গাজীপুরের টঙ্গী মিল গেট এলাকায় পৌরসভার প্রপার্টি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আজ শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, ভোর সাড়ে ৫টার দিকে ওই মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দারা ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
টঙ্গী ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মিরাজ আলী সাংবাদিকদের বলেন, আগুনের পরিমাণ বাড়তে থাকায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সর্বশেষ ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় একটি মাছ বাজারসহ ঝুট ও কাঁচামালের ১০টি দোকান পুড়ে গেছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com