ঢাকা      শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
শিরোনাম

যারাই সরকারে এসেছে, কেউই শান্তি আনতে পারেনি: মুজিবুর রহমান

IMG
15 February 2025, 5:56 PM

ঝালকাঠি, বাংলাদেশ গ্লোবাল: স্বাধীনতার পর যতো সরকার এসেছে, তাদের কেউই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠিতে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, মানুষ এখন বলছে, আমরা অমুক কে দেখেছি তমুক দল কে দেখেছি- সব দলকে দেখেছি, কিন্তু ইসলাম কিংবা ইসলামী দলকে দেখিনি। আগামীতে যে নির্বাচন হবে, এটা ইসলামের নির্বাচন হবে, ইসলাম বিজয়ী হবে, বাংলাদেশে হবে ইসলামী বাংলাদেশ।

গত ১৭ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের নানা ফ্যাসিবাদের চিত্র তুলে ধরে তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা মানুষ হত্যা করে হাত রাঙিয়ে বলেছিল, বাংলাদেশ ছেড়ে যাবে না। শেষ পর্যন্ত তাদের কপালে ইঁদুরের গর্তেও পালানোর জায়গা হয়নি।

জামায়াতের এই নেতা বলেন, আমরা আন্দোলন করে জালেমকে তাড়াতে পেরেছি, কিন্তু জুলুমকে তাড়াতে পারিনি। এখনও দেশের মানুষের সঙ্গে একটি গোষ্ঠী জুলুম করছে। এ জুলুমকে তাড়াতে হলে দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে।

জেলা জামায়াতের আমির হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযম হোসাইন হেলাল ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জহির উদ্দিন মোহাম্মদ বাবর। কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে মধ্যে বক্তব্য দেন জাময়াত নেতা ফকরুদ্দিন খান রাজি, মোহাম্মদ আব্দুল জব্বার, লস্কর মোহাম্মদ তসলিম ও শেখ নিয়ামুল করিম।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন