ঢাকা      মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
শিরোনাম

খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না: আজহারী

IMG
16 February 2025, 4:17 AM

ময়মনসিংহ, বাংলাদেশ গ্লোবাল: জনপ্রিয় ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, ধৈর্যশীল নারী ও পুরুষকে আল্লাহ পছন্দ করেন। বিপদ এলে ধৈর্যের সঙ্গে সবর করতে হবে। বিপদে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের গালি দেয় মৌলবাদী আর রাজাকার বলে। রাজাকার বলে গালি দেওয়ার দিন শেষ। রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে। পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না।

গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে জামায়াতে ইসলামীর সামাজিক সংগঠন আল ইসলাম ট্রাস্ট আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে তিনি এসব কথা বলেন। আজহারী বলেন, আমরা আসল কথা বলি। আমরা মা-মাটির কথা বলি। দেশপ্রেমের কথা বলি। জনগণ ও ইসলামের কথা বলি। আমরা দেশের সমৃদ্ধির কথা বলি। এজন্য আমাদের বলা হয় মৌলবাদী। আবার আমাদের বলে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্মের সত্য কথা প্রচার করি। দেশ ও জনগণের যেটা ভালো, সেটাই বলি। এদেশের আসল পরিচয় হলো ইসলাম। যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, এরা ধর্ম ব্যবসায়ী নয়।

তিনি বলেন, খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। আলেমদের পক্ষে থাকলে জীবনকে উজালা করেন আল্লাহ। আলেম বিদ্বেষী হবেন না। তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না। এদেশের আসল পরিচয় হলো ইসলাম। ধৈর্যই হলো আমাদের শক্তি। ধৈর্য এমন একটি গাছ, এটার ফল সুমিষ্ট। ধৈর্য ধারণ করুন, ভালো ফলাফল পেয়ে যাবেন। ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ আছেন। মোমিনরা ধৈর্য ধারণ করেন বলেই সুফল অর্জন করেন।

হাফেজ মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে এবং আয়াজক কমিটির সদস্য সচিব অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সম্পাদক মতিউর রহমান আকন্দ, আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সোহেল।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন