ঢাকা      রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
শিরোনাম

‘ইউরোপের সশস্ত্র বাহিনী’ তৈরির আহ্বান জেলেনস্কির

IMG
16 February 2025, 4:43 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি সমন্বিত ইউরোপীয় সামরিক বাহিনী তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইউরোপ মহাদেশকে রাশিয়া থেকে চলমান হুমকি এবং যুক্তরাষ্ট্রের সমর্থন সম্পর্কে অনিশ্চয়তার মধ্যে স্বনির্ভর হতে হবে। এই পরিস্থিতিকে তিনি "এই নতুন বাস্তবতা" হিসেবে বর্ণনা করেন।

গতকাল ১৫ ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এক ভাষণে জেলেনস্কি বলেন, "আমাদের অবশ্যই ইউরোপের সশস্ত্র বাহিনী তৈরি করতে হবে, যাতে ইউরোপের ভবিষ্যত কেবল ইউরোপীয়দের উপর নির্ভর করে এবং ইউরোপ সম্পর্কে সিদ্ধান্ত ইউরোপেই নেওয়া হয়।"

ইউক্রেনে রাশিয়ার পূর্ণ-মাত্রার যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় কিয়েভ এবং ব্রাসেলসকে প্রান্তিক অবস্থানে নিয়ে যেতে পারে এবং যার ফলে মস্কোর অনুকুলে একটি চুক্তি হতে পারে, এমন শঙ্কার মধ্যে তিনি পুনরাবৃত্তি করে বলেন, যে কোন আলোচনায় ইউক্রেন এবং ইউরোপকে অবশ্যই সম্পৃক্ত থাকতে হবে।

জেলেনস্কি বলেন, "ইউক্রেন কখনোই আমাদের সম্পৃক্ততা ছাড়া আমাদের পেছনে করা কোনো চুক্তি মেনে নিবে না। একই নিয়ম গোটা ইউরোপের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। ইউক্রেন ছাড়া ইউক্রেন সম্পর্কে কোনো সিদ্ধান্ত নয়, ইউরোপ ছাড়া ইউরোপ সম্পর্কে কোনো সিদ্ধান্ত নয়।"

জেলেনস্কি বলেন, "আমাদের অবশ্যই ইউরোপ হিসাবে কাজ করতে হবে, আলাদা কোন অংশ হিসাবে নয়।" রাশিয়া পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার প্রায় তিন বছর পর তিনি বলেন “ইউক্রেনের ন্যাটো সদস্য পদের সম্ভাবনা তিনি বাদ দিবেন না” এবং কিয়েভ বাস্তব নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া কোন যুদ্ধবিরতি মেনে নিবে না।

তিনি বলেন, "যদি ন্যাটো সদস্য পদ না হয়, তবে ইউক্রেনে আরেকটি ন্যটো গড়ে তোলার শর্ত থাকবে।" তিনি ইউরোপের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলেন : "আমেরিকার কি ইউরোপকে প্রয়োজন? বাজার হিসাবে, হ্যাঁ, একজন মিত্র হিসাবে - আমি জানি না।"

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন