এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চলে গেলেন সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। দীর্ঘ রোগভোগের পর গতকাল শনিবার তাঁর গানের পঙ্ক্তি মেনেই যেন অচেনা সাগরে ডিঙ্গা ভাসালেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বছরের শুরু থেকেই অসুস্থতা কাবু করেছিল তাঁকে। তখন থেকে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ ভারতের সঙ্গীত দুনিয়া।
শিল্পীর প্রয়াণের খবর পেয়েই হাসপাতালে ছুটে যান পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেন। স্থানীয় সময় দুপুর দুইটা থেকে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত জনসাধারণের জন্য শিল্পীর দেহ রাখা ছিল রবীন্দ্র সদনে। সেখানে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সমবেদনা জানান প্রয়াত শিল্পীর স্ত্রী সর্বাণী মুখোপাধ্যায়কে। তাঁকে সব রকম সাহায্য দানের প্রতিশ্রুতিও দেন। রবীন্দ্র সদনে গান স্যালুটের পর তাঁর দেহ ফের তুলে দেওয়া হয় এসএসকেএম হাসাপাতাল কর্তৃপক্ষের হাতে। কারণ, প্রয়াত শিল্পী দেহদানের অঙ্গীকার করে গিয়েছিলেন।
বাংলাদেশের বরিশাল জেলায় ১৯৪২ সালের ২৫ জুন জন্মগ্রহণ করেছিলেন প্রতুল মুখোপাধ্যায়। বাবা ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। ছোট থেকেই গান লিখে তাতে সুর দিয়ে গাওয়ার ঝোঁক ছিল তাঁর। প্রতুল মুখোপাধ্যায়কে পাদপ্রদীপের আলোয় আনে তাঁর গাওয়া ‘আমি বাংলায় গান গাই’। এছাড়া সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি ‘গোঁসাইবাগানের ভূত’ ছবির নেপথ্য কণ্ঠশিল্পী ছিলেন তিনি।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com