ঢাকা      বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
শিরোনাম

বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

IMG
16 February 2025, 1:21 PM

সাতক্ষীরা, বাংলাদেশ গ্লোবাল: সাতক্ষীরায় এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরে সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় নিজ ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত পুলিশ সদস্যের নাম অনুপম কুমার ঘোষ (২৬)। তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী থানার দুর্গাপুর খরমখালি গ্রামে। অনুপম তার স্ত্রীকে নিয়ে সাতক্ষীরার রসুলপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

সাতক্ষীরা সদর থানা সূত্রে জানা গেছে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ডিউটি শেষে রাত ২টার দিকে বাসায় ফেরেন অনুপম কুমার ঘোষ। এরপর রাত ৩টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে রাত সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারুফ হাসান সাংবাদিকদের বলেন, 'হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।' সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিকভাবে মনে হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।'

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন