ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়, কুষ্টিয়া সদর থানার এক মামলায় এস এম তানভীর আরাফাতকে গত ২৬ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এ কারণে সরকারি চাকরি আইন, ২০১৮ (৫৭ নং আইন)-এর ৩৯ (২) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com