ঢাকা      বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
শিরোনাম

রাজধানীতে সিএনজি অটো রিকশা চালকদের অবরোধ

IMG
16 February 2025, 2:03 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর বিভিন্ন রাস্তায় সিএনজি অটো রিকশা চালকদের অবরোধ চলছে। এর মধ্যে গ্যাস বা পেট্রোল চালিত ৪ স্ট্রোক থ্রি-হুইলার যান (অটো রিকশা) মিটারে না চললে চালকের জরিমানা সম্পর্কিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাম্প্রতিক নির্দেশনাটি বাতিল করা হয়েছে।

বনশ্রী, মিরপুর-১ ও মিরপুর-১৪ নম্বরসহ বিভিন্ন সড়কে সিএনজি অটো রিকশা চালকরা আজ রোববার সকাল থেকে অবরোধ করেন। এতে অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাবতলী মাজার রোড, তেজগাঁও কলেজ রোড, শনির আখড়া, ধোলাইপাড় ও আগারগাঁওসহ বিভিন্ন রাস্তাতেও সকাল ১০টার দিকে অবরোধের খবর পাওয়া গেছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

এর মধ্যেই এই নির্দেশনা এলো। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো। অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হলো।

সিএনজি বা পেট্রোল চালিত অটো রিকশার চালক মিটারের বেশি ভাড়া আদায় করলে তাঁর বিরুদ্ধে মামলা ও জরিমানা করতে পুলিশকে নির্দেশ দেওয়ার প্রতিবাদে চালকেরা আজ সকাল থেকে সড়কে নেমে অবরোধ করেন। গত মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পুলিশকে এই নির্দেশনা দেয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন