গাজীপুর, বাংলাদেশ গ্লোবাল: গাজীপুরের তেলিপাড়া এলাকায় ঈদ বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন একটি সোয়েটার কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে ওই কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন।
তেলিপাড়া এলাকায় স্মাগ সোয়েটার লিমিটেডের একটি কারখানা আছে। কারখানায় ২৫০ থেকে ৩০০ শ্রমিক কাজ করেন। কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ঈদের বোনাস দিয়েছেন বেতনের ২৫ শতাংশ। তবে শ্রমিকরা ৫০ শতাংশ বোনাস দাবি করে আসছেন। ঈদ বোনাস বৃদ্ধিসহ ওভার টাইম, মাতৃত্বকালীন বিল, টিফিন বিল, বাৎসরিক ছুটিসহ ১৪ দফা দাবিতে শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ করছেন।
আজ সকাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ৯টার দিকে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় অবস্থান নেন। এতে ওই মহাসড়েকের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েছেন ওই মহাসড়কে চলাচলকারীরা। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করছেন।
গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউসার আহমেদ সাংবাদিকদের বলেন, শ্রমিকদের সময়মতো বেতন দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত হিসাবে বোনাসও দেওয়া হয়েছে। তারপরও শ্রমিকরা বেশি বোনাসের দাবিতে সকাল থেকে বিক্ষোভ করছেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com