ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রীম টিকিট বিক্রি করছে বাস কাউন্টারগুলো। রাজধানীর শ্যামলী, কল্যাণপুর ও গাবতলী এলাকা থেকে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী বাসের টিকেট বিক্রি ইতোমধ্যে প্রায় শেষ। অনলাইন ও সরাসরি দুইভাবেই টিকিট কাটতে পারায় কমেছে যাত্রী ভোগান্তি।
সোমবার (১৭ মার্চ) সকালে সরেজমিনে রাজধানীর শ্যামলী, কল্যাণপুর ও গাবতলী এলাকার বিভিন্ন টিকিট কাউন্টার ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসময় অধিকাংশ টিকিট কাউন্টার ছিলো ফাঁকা। টিকিট বিক্রিও প্রায় শেষ বলে জানান অনেক বিক্রেতা।
এদিন, শ্যামলী পরিবহন, শ্যামলী এন আর পরিবহণ, এস আর পরিবহন, রয়েল পরিবহন, আগমনী পরিবহন সহ আরও বেশ কিছু টিকিট কাউন্টার ঘুরে দেখা যায়, অনেকটা অলস সময় পার করছেন বিক্রেতারা। কিছু কিছু যাত্রী আসলেও তার অধিকাংশই তাৎক্ষণিক যাতায়াতের জন্য টিকিট নিতে আসছেন। এছাড়া ফাঁকা ছিলো টিকিট কাউন্টারগুলো।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com