ঢাকা      রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
শিরোনাম

খাগড়াছড়িতে তিন পাহাড়ি নিহতের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

IMG
28 September 2025, 10:35 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত আজ এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ‘খাগড়াছড়িতে নিহতের ঘটনায় কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না। হামলায় তিনজন পাহাড়ি নিহত এবং মেজরসহ ১৩ জন সেনা সদস্য, গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য এবং আরো অনেকে আহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শিগগিরই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিবৃতিতে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ করে শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন