ঢাকা      রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

হিন্দু ধর্মাবলম্বীদের আর্থিক অনুদান দিলো বিজিবি'র মারিশ্যা ব্যাটালিয়ন

IMG
29 September 2025, 11:30 AM

রাঙ্গামাটি, বাংলাদেশ গ্লোবাল: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে কাচালং বাজার সংলগ্ন রক্ষা কালি মন্দিরের আশেপাশে এলাকায় বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করেছে বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। রোববার বিজিবি'র মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে কাচালং বাজার সংলগ্ন রক্ষা কালি মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজা মন্ডপের সভাপতি ও উপস্থিত হিন্দু সম্প্রদায়ের জনগণের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি ২০টি অসহায় পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, পোলাও চাল, ডাল ও তেলসহ বিভিন্ন উপহার সামগ্রী এবং নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করেন।

এসময় তিনি বলেন, বিজিবি হবে 'সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক' এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সীমান্ত রক্ষার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নে বিজিবি বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে দিনে ও রাতে টহলের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করছে।

এ সময় মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন