ঢাকা      রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
শিরোনাম
  • ১৫ জেলায় নতুন ডিসি
  • বাংলাদেশ গ্লোবালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চাইলে +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-২০৮০২৬ নম্বরে যোগাযোগ করুন।
  • বাংলাদেশ গ্লোবালে সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।

ইয়াবা গডফাদার মনির প্রকাশ আটক

IMG
08 October 2025, 12:38 PM

কক্সবাজার, বাংলাদেশ গ্লোবাল : কক্সবাজারের উখিয়ায় শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি ও কুখ্যাত ইয়াবা কারবারি মনির হোসেনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় ৬৪ বিজিবি'র একটি দল গোপন সংবাদের তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির হোসেন স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া তার বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও তিনি উখিয়া থানার বহুল আলোচিত শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি।

আটককৃত মনির হোসেনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হবে। এ বিষয়ে উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন আরও জানান, 'আমরা গডফাদারদের চিহ্নিত করছি। পর্দার পেছনে মাদকের সাথে জড়িত এসব গডফাদারদের ধরতপ অভিযান অব্যাহত থাকবে।'

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন