নোয়াখালী, বাংলাদেশ গ্লোবাল: ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার অভিযোগ উঠেছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আতাহার ইশরাক শাবাব চৌধুরীর শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় জনতার রোষানলে পড়ের অভিযুক্ত এই । মঙ্গলবার (৭ মে) রাতে উপজেলার চরবাটা ইউনিয়নের কাজল মার্কেট নামক এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উপজেলা নির্বাচনের আরেক প্রার্থী এ এইচ এম খায়রুল আনম চৌধুরী রাতে এ সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, রাত আটটার দিকে চরবাটা ইউনিয়নের কাজল মার্কেট এলাকায় একটি কালো রঙের গাড়ি থেকে কয়েকজন স্থানীয় ভোটাদের টাকা দিয়ে প্রভাবিত করতে গিয়েছিলেন। এসময় স্থানীয় জনতা গাড়িটি ঘেরাও করলে জনৈক ব্যাক্তি নিজের নাম শাহীন, এমপির বেয়াই ও প্রার্থীর শ্বশুর বলে পরিচয় দেন।
স্থানীয়রা জানান, টাকা বিলির অভিযোগে গাড়ি আটকের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি (লাইভ) প্রচার করা হলে অল্প সময়ের মধ্যে সেখানে কয়েকশত লোক জড়ো হন। তখন উত্তেজিত লোকজন মো. শাহীন ও সুনীল কুমার দাশসহ গাড়িতে থাকা লোকজনকে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। পরে শাহীন ও সুনীল কুমার দাশ গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে আতাহার ইশরাক শাবাব চৌধুরী বলেন, আমার শ্বশুর ভোটের পরিস্থিতি দেখতে বেরিয়েছিলেন। টাকা বিলি করার অভিযোগ ভিত্তিহীন। আমার জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ এসব রটাচ্ছে।
নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশে কোন প্রভাব ফেলবে না।
এদিকে, সকাল থেকে সুবর্ণচর উপজেলায় ভোট গ্রহণ চলছে। তবে সকাল থেকে বৈরী আবহাওয়া থাকায় কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম। উপজেলার ৮টি ইউনিয়নে ৬১ কেন্দ্রে ভোট হচ্ছে। ভোটার সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার ১৮৮।
সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে ১৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ৬০০ পুলিশ সদস্য, তিন প্লাটুন বিজিবি ও তিন প্লাটুন র্যাব সদস্য মোতায়েন থাকবে।
নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ২ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৪জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪জনসহ মোট ১০জন প্রার্থী প্রতিদ্বদ্বীতা করছেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com