ঢাকা      শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

নীলফামারীতে আধুনিক মানের গণশৌচাগার উদ্বোধন

IMG
16 May 2024, 4:36 PM

নীলফামারী, বাংলাদেশ গ্লোবাল: স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী পৌরসভার উদ্যোগে আধুনিক মানসম্মত গণশৌচাগার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে সাত লাখ টাকা ব্যয়ে পরিবেশ সম্মত এই শৌচাগারের উদ্বোধন করা হয়।

নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

এ সময় নীলফামারী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী তারিক রেজা ও সহকারী প্রকৌশলী হামিদুর রহমান ছাড়াও পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

নীলফামারী পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা বলে পৌরসভা এলাকার মধ্যে ১৩টি গণশৌচাগার রয়েছে। এসব শৌচাগার আধুনিক মানে উন্নত করা হচ্ছে।

এরই অংশ হিসেবে চৌরঙ্গি মোড়ে অবস্থিত গণশৌচাগারটি পরিবেশ ও মানসম্মত এবং আধুনিকসব সুযোগ সুবিধা নিয়ে পরিবর্তিত হয়েছে।
নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, সারাদেশে স্যানিটেশন কার্যক্রম উন্নয়নের অংশ হিসেবে নীলফামারী পৌরসভা এলাকায়ও এটি বাস্তবায়ন শুরু হয়েছে।

বিশেষ করে আন্তর্জাতিক মানের গণশৌচাগার স্থাপনে বিশেষ নজর দেয়া হয়েছে। স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন হলে নীলফামারী বাসী আরো একধান এগিয়ে যাবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন