ঢাকা      সোমবার, ০৩ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

আমেথি পুনরুদ্ধারে মরিয়া কংগ্রেস, রায়বেরেলিতে পুত্রের প্রচারে সোনিয়া

IMG
17 May 2024, 11:10 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল:‌ ভারতে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট প্রচারে দেখা গেলো কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে। রায়বেরেলি লোকসভা কেন্দ্রে পুত্র রাহুল গান্ধীর সমর্থনে জনসভা করলেন তিনি। শুক্রবার এক মঞ্চে দেখা গেলো সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে।

পঞ্চম দফায় অর্থাৎ আগামী ২০ মে আমেথি ও রায়বেরেলি কেন্দ্রে ভোট। ওই দু'টি আসনেই জয়ের জন্য ঝাঁপিয়েছে কংগ্রেস। গত লোকসভা নির্বাচনে দু'টির মধ্যে রায়বেরেলি আসনে কংগ্রেস জয়ী হলেও আমেথিতে হারতে হয়েছিল রাহুল গান্ধীকে। এবার ওই আসনে বিজেপির স্মৃতি ইরানির বিরুদ্ধে দল প্রার্থী করেছে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কিশোরী লাল শর্মাকে। তাঁর সমর্থনে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী।

এদিন সকালে প্রথমে আমেথিতে ও পরে রায়বেরেলিতে জনসভা করেন রাহুল এবং অখিলেশ যাদব। ভিড়ে ঠাসা জনসভা থেকে তারা বিজেপিকে নিশানা করেন। বিজেপির মিথ্যাচার নিয়ে সরব হন অখিলেশ। কৃষকদের আয় দ্বিগুণের প্রতিশ্রুতি থেকে বছরে দুই কোটি চাকরির প্রতিশ্রুতি পূরণে বিজেপি সরকারের ব্যর্থতা নিয়ে সরব হন সমাজবাদী পার্টির প্রধান।

অন্যদিকে, রায়বেরেলির জনসভায় সোনিয়া গান্ধী উপস্থিত ছিলেন। তিনি স্মরণ করিয়ে দেন আমেথি ও রায়বেরেলির সঙ্গে গান্ধী পরিবারের শতবর্ষের সম্পর্কের কথা। আবেগতাড়িত হয়ে রায়বেরেলির জনসভায় সোনিয়া জানান, ‘‌আমার পুত্রকে আপনাদের হাতে তুলে দিচ্ছি, আপনাদের কখনও হতাশ করবে না রাহুল।’

এদিনের জনসভায় সোনিয়া মিনিট পাঁচেক ভাষণ দেন। তাঁর বক্তব্যে বার বার উঠে আসে পুরনো দিনের কথা। সোনিয়া বলেন, 'রায়বেরেলির মানুষ সেবা করার সুযোগ দিয়েছে তাঁকে। যা তাঁর জীবনের বড় পুঁজি।' কংগ্রেস নেত্রী বলেন, 'আমেথি ও রায়বেরেলি আমার পরিবার। আমাদের পরিবারের শিকড় গত ১০০ বছর ধরে এই মাটির সাথে যুক্ত। ইন্দিরাজির হৃদয়ে রায়বেরেলির জন্য একটি বিশেষ জায়গা ছিল। মনে এখানকার মানুষের প্রতি অগাধ ভালোবাসা ছিল। প্রিয়াঙ্কা ও রাহুলকে আমি সেই শিক্ষা দিয়েছি, যা ইন্দিরাজি আমাকে দিয়েছিলেন। সকলকে সম্মান করো। অন্যায়ের বিরুদ্ধে এবং অধিকার রক্ষার জন্য লড়াই করো।’‌

এদিন রাহুল তাঁর ভাষণে নরেন্দ্র মোদির সরকারকে নিশানা করে বলেন, দেশে কর্মসংস্থান নেই। বেকার যুবকরা দিশেহারা। অগ্নিবীর যোজনা কার্যকর করে যুবকদের অপমান করেছে মোদি সরকার। আমেথির সভায় কংগ্রেসের ন্যায় গ্যারান্টির কথা তুলে ধরেন রাহুল। তিনি দাবি করেন, লোকসভা নির্বাচনে হার মেনে নিয়েছেন মোদি। তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন না। জনগণ বিজেপিকে বিদায় জানাচ্ছে।

এদিনের জনসভায় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, কৃষকদের আয় দ্বিগুণের কথা বলেছিল, সেগুলি আজ মিথ্যায় পরিণত হয়েছে। উত্তর প্রদেশে প্রশ্ন ফাঁস নিয়েও বিজেপি সরকারকে নিশানা করেন অখিলেশ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন