ঢাকা      শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
শিরোনাম

উদ্ভাবন করে সহজে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে আহ্বান বাণিজ্য প্রতিমন্ত্রীর

IMG
15 May 2024, 5:34 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাণিজ্য মন্ত্রণালয়ের সকল সেবা উদ্ভাবনের (ইনোভেশন) মাধ্যমে সহজ করে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তিনি বলেন, ' বাণিজ্য মন্ত্রণালয়ের সকল সেবাদান প্রক্রিয়াকে সহজ করতে হবে,অটোমেশনে সেবা বৃদ্ধি করতে হবে । ইতোমধ্যে কোম্পানি রেজিষ্ট্রেশন, আমদানি -রপ্তানি অনুমোদন প্রক্রিয়া অনলাইনে করার সুবিধা আছে। টিসিবির সেবাকে উদ্ভাবনের মাধ্যমে সহজে তৃণমূলে পৌঁছানোর ব্যবস্থা হবে। '

আজ বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ইনোভেশন প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু আরও বলেন, 'সহজে সেবা দিতে ভোক্তা অধিদপ্তর অনলাইনে অভিযোগ গ্রহণ করার ব্যবস্থা চালু করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সকল কাজের মধ্যে সমন্বয় করে সেবাদান সময় কমতে হবে। প্রধানমন্ত্রীর লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সেবার সাথে পেমেন্ট প্রক্রিয়াকে ডিজিটাল করতে হবে।'

বিশেষ অতিথি মন্ত্রিপরিষদ সচিব, সমন্বয় ও সংস্কার মো: মাহমুদুল হোসাইন খান জানান,' ওয়ানস্টপ সার্ভিস চালু করার সময় সকল স্টেকহোল্ডার সসংযুক্ত হলে সুফল পাওয়া যাবে। উদ্ভাবনকে পুরষ্কৃত করতে হবে।

সভাপতির বক্তব্যে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, 'ব্যবসা প্রক্রিয়া সহজ করতে মন্ত্রণালয় অনেক কার্যকরী উদ্যোগ নিয়েছে। সার্টিফিকেট, লাইসেন্স ১ বছরের বেশি নবায়নের আবেদন প্রথম বাণিজ্য মন্ত্রণালয় চালু করেছে,যাতে ব্যবসায়ীদের সময় ও কষ্ট কম হয়। '

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মালেকা খাইরুন্নেছা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব মো: নাভিদ শফিউল্লাহ, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চেয়ারম্যান ব্রিগে. জেনা. মোঃ মোস্তফা ইকবাল,বাংলাদেশ ট্রেড ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীন,জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামানসহ অন্যান্য দপ্তরসমূহের প্রধান ও কর্মকতা,কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন