ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তারের পর থেকেই বারবার আলোচনায় উঠে এসেছে সুনীতা কেজরিওয়ালের নাম। অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী তিনি। দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের পর রাজনীতির ময়দানে সুনীতা। আগেই জানা গিয়েছিল, এবারের লোকসভা নির্বাচনে সুনীতা আম আদমি পার্টির প্রচারকের তালিকায় রয়েছেন। রবিবার দিল্লি পশ্চিমের আপ প্রার্থীর হয়ে প্রচার করলেন তিনি, অংশ নেন রোড শোয়ে।
মহাবল মিশ্রর সমর্থনে এদিন তিনি রোড শো করেন। ডাক দেন গণতন্ত্র বাঁচানোর । একই সঙ্গে সুর চড়িয়েছেন বিজেপির বিরুদ্ধে। প্রচারে সুনীতা বলেন, ভারত মায়ের মেয়ে হিসেবে তিনি স্বৈরাচারের বিরুদ্ধে এবং গণতন্ত্র বাঁচানোর স্বার্থে ভোটদানের আবেদন করছেন। একই সঙ্গে বলেন, মানুষের জন্য কাজ করছিলেন কেজরিওয়াল, আর সেই কারণেই তিনি জেলে।
স্বামী অরবিন্দ কেজরিওয়ালকে সিংহের সঙ্গে তুলনা করে সুনীতা বলেন, কেউ তাঁকে দমিয়ে রাখতে পারবে না। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় একাধিকবার তলবের পর গ্রেপ্তার করা হয়েছে আপ সুপ্রিমো ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তবে গ্রেপ্তার হওয়ার আগের মুহূর্তেও তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি। এখনও তিনিই রয়েছেন মুখ্যমন্ত্রীর পদে। শুরু থেকেই আপ জানিয়েছিল, প্রয়োজনে দল চলবে জেল থেকেই।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com