ঢাকা      শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
শিরোনাম

‘পিছিয়ে পড়া নারী উন্নয়নে বাংলাদেশের গৃহীত পদক্ষেপ প্রশংসনীয় ’

IMG
14 May 2024, 7:26 PM

গাইবান্ধা , বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশে পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে বর্তমান সরকারের নেয়া কর্মকাণ্ড প্রশংসনীয় বলে অভিমত ব্যক্ত করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অ্যাকটিভিটিজ (ইউএনএফপিএ)-এর নির্বাহী পরিচালক ডা. নাটালিয়া কানেম।

আজ মঙ্গলবার সকাল ৯টায় তিনি ঢাকা থেকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাটের হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ, পুলিশ সুপার মো. কামাল হোসেন, জেলা প্রশাসনের পক্ষে এনডিসি জুয়েল মিয়া ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এরপর সড়ক পথে গোবিন্দগঞ্জ উপজেলার শাপমারা ইউনিয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতাল কমিউনিটির জনগণের জীবনমানের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

দুপুরে গাইবান্ধা সদর থানায় স্থাপিত নারী শিশু ও প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রে’র কর্মকাণ্ড পরিদর্শন করে। পরে গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান কার্যালয়ে হিজড়া জনগোষ্ঠীদের সাথে মতবিনিময় করেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন