চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: গভীর সমুদ্রে বিদেশি জাহাজে ডাকাতির উদ্দেশে অবস্থান করা চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে একটি নৌকা জব্দ করা হয়। এসময় ডাকাত দলের ১২ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার দুপুরে আটকৃতদের নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
এর আগে, সোমবার (১৩ মে) রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম বন্দর থেকে প্রায় দুই মাইল উত্তর-পূর্বে বহির্নোঙ্গরে অভিযান চালিয়ে তাদের আটক করে কোস্টগার্ড।
আটককৃতরা হলেন- মো. সালাউদ্দিন (২৬), আনোয়ার হোসেন (২৩), কামাল হোসেন (২৩), মো. ইমন (১৯), আবু তাহের (৩২), মো. ইসলাম (২৭), মো. ফয়সাল (২০), মো. রাজু (৩৭), সিরাতুল মুসতাকিম (১৭), পিয়াস মন্ডল (২৩), মো. আলমগীর (৩০) ও মো. আরিফ (৩০)।
বিষয়টি গণমাধ্রমকে নিশ্চিত করে কোস্টগার্ড পূর্ব জোনের কর্মকর্তা (গণমাধ্যম) লে. কমান্ডার সুয়াইব বিকাশ জানান, একদল ডাকাত চট্টগ্রাম বর্হিনোঙ্গর এলাকায় বিদেশি জাহাজে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিসিজি বেইস চট্টগ্রামের একটি দল ছদ্মবেশে কয়েকটি বোটে বর্হিনোঙ্গর এলাকায় অবস্থান করে। রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম বর্হিনোঙ্গর হতে আনুমানিক ২ মাইল উত্তর পূর্বে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হয়। কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে থামার সংকেত দিলে বোটে থাকা ব্যক্তিবর্গ কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালানোর চেষ্টা করে।
পরবর্তীতে উত্তাল সমুদ্রে ১ ঘণ্টা ধাওয়া করে বোটটিকে আটক করা হয়। অতঃপর বোটে তল্লাশি করে ১২ জন ডাকাত সদস্য আটকসহ ১১টি রামদা, ১টি করাত, ১টি শাবল, ১টি প্লায়ার, ১টি স্পেনার ও ১২টি মোবাইল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাত দলের মূল হোতা মো. আকবরের নির্দেশে এবং মো. সালাউদ্দিনের নেতৃত্বে এ ডাকাত দল চট্টগ্রামস্থ কর্ণফুলী থানাধীন ইছানগর নতুন ব্রিজ ঘাট হতে বোট যোগে গত ১৩ মে রাতে ডাকাতির উদ্দেশ্যে চট্টগ্রাম বর্হিনোঙ্গরে গমন করে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com