গাইবান্ধা, বাংলাদেশ গ্লোবাল: গাইবান্ধার পলাশবাড়ীতে ১১৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার সকালে র্যাব-১৩ গাইবান্ধার স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা লালমনিরহাটের আদিতমারী উপজেলার বকশীবাড়ী এলাকার আবু তাহের সরদারের ছেলে রেজাউল করিম (৪৩) ও একই উপজেলার টেপা পলাশী এলাকার আ. মজিদের ছেলে হাবিব মিয়া (২২)।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে পলাশবাড়ী পৌর শহরের ব্রাক মোড় বাঁশকাটা এলাকায় মহাসড়ক থেকে ওইসব ফেনসিডিল জব্দসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ গাইবান্ধা জানতে পারে যে দুইজন মাদক ব্যবসায়ী লালমনিরহাট হতে বাসযোগে নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল নিয়ে গাইবান্ধার দিকে আসতেছে। এমন খবরে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের ব্রাক মোড় বাঁশকাটা এলাকায় চেকপোস্ট বসায় র্যাব। পরে রাত ১টার দিকে মহাসড়কে যাত্রীবাহীবাসে তল্লাশি চালিয়ে ১১৮ বোতল ফেনসিডিল জব্দসহ রেজাউল করিম ও হাবিব মিয়াকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতার আসামীরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সুকৌশলে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামীরা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামীদেরকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com