ঢাকা      শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
শিরোনাম

বিক্ষোভে উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর, নিহত ৪

IMG
14 May 2024, 4:41 PM

আন্তর্জাতিক, বাংলাদেশ গ্লোবাল: পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১০০ জন। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (১০ মে) থেকে আটা ও বিদ্যুতের দাম বৃদ্ধিসহ আগের নানা ক্ষোভ থেকে প্রতিবাদ করতে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। এরপর মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ২৪ বিলিয়ন রুপির ভর্তুকি দেয়ার ঘোষণার পর বিক্ষোভ প্রত্যাহার করা হয়।

বিক্ষোভের নেতৃত্ব দেয়া এক কর্মী শওকত নওয়াজ মীর বলেন, ‘সরকার আমাদের সব দাবি মেনে নিয়েছে।’

মীর আরও বলেন, ‘সরকারকে সংঘর্ষে নিহতদের পরিবারগুলোকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাব দেয়া হবে।’

প্রতিবেদনে আরও বলা হয়, সোমবার (১৩ মে) বিক্ষোভে আধা-সামরিক বাহিনীর গুলিতে তিনজন নিহত হন বলে জানান স্থানীয় সরকারি কর্মকর্তা আদনান খুরশিদ। এছাড়াও গত সপ্তাহের শেষ দিকে সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তাও নিহত হন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন