ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একজন সিনিয়র নেতা বলেছেন, তার সংগঠন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চুক্তি করতে চায় ঠিকই; কিন্তু তাই বলে মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে না হামাস। সামি আবু জুহরি রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান। তিনি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে তার সংগঠন ইসরাইলের পক্ষ থেকে পাঠানো একটি প্রস্তাব হাতে পেয়েছে এবং সেটি পর্যালোচনা করে দেখছে।
তিনি বলেন, “ইসরাইলের কাছ থেকে পাওয়া প্রস্তাব আমরা পর্যালোচনা করে দেখছি, তবে এ ব্যাপারে আমাদের জবাব দিতে দেরি হবে।” হামাস নেতা জুহরি বলেন, “গাজা উপত্যকার ওপর ইসরাইলি আগ্রাসন বন্ধ না হয়, এমন কোনো চুক্তি প্রতিরোধ আন্দোলন মেনে নেবে না।”
সামি আবু জুহরি বলেন, “আমরা মিশর ও কাতারকে জানিয়ে দিয়েছি, আমরা চুক্তিতে পৌঁছাতে চাই। কিন্তু এক্ষেত্রে মার্কিন চাপের বিন্দুমাত্র মূল্য আমাদের কাছে নেই।” সামি আবু জুহরির এ বক্তব্যের একদিন আগে হামাসের উপ প্রধান খলিল আল-হাইয়্যা জানিয়েছিলেন, তারা মিশর ও কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে গাজায় যুদ্ধ বন্ধ ও পণবন্দিদের মুক্তির বিষয়ে ইসরাইলের একটি প্রস্তাব হাতে পেয়েছেন।
গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন বন্ধ করার ব্যাপারে প্রবল আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে ইসরাইল। কিন্তু তা সত্ত্বেও উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় আগ্রাসন চালাতে চায় তেল আবিব। ইসরাইলি সরকার দাবি করেছে, রাফা অভিযান শুরু করার আগে ‘সর্বশেষ প্রচেষ্টা’ হিসেবে হামাসকে পণবন্দি মুক্ত করার ব্যাপারে একটি প্রস্তাব দেয়া হয়েছে।
ওই প্রস্তাবের মাধ্যমে চুক্তি হলে রাফা অভিযান বন্ধ রাখা হবে বলে দাবি করেছে তেল আবিব। তবে হামাস ওই প্রস্তাব পর্যালোচনা করার কথা ঘোষণা করে বলেছে, গাজা উপত্যকার ওপর আগ্রাসন বন্ধ করে ইসরাইলি সেনাদের উপত্যকা থেকে পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত কোনো পণবন্দি মুক্তি পাবে না।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com