ঢাকা      বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

সিএএ: নাগরিকত্ব প্রদান শুরু করলো ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়

IMG
16 May 2024, 3:57 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: লোকসভা ভোট প্রক্রিয়া চলাকালীনই নাগরিকত্ব সংশোধন আইন অনুযায়ী ভারতের নাগরিকত্ব শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার। বুধবার দিল্লিতে ১৪ জনকে সিএএ-এর শংসাপত্র প্রদান করেন ভারতের স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা।

২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে কোনও নথি ছাড়া ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করতে সিএএ আইন কার্যকর করা হয়েছে। তিন মুসলিম অধ্যুষিত দেশের তালিকাভুক্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে রয়েছেন হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান।


২০১৯ সালের ডিসেম্বরে এই আইন পাস হলেও গত মার্চে সিএএ-এর বিধি তৈরি হয়। এদিন রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, গোয়েন্দা সংস্থা আইবির কর্মকর্তাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন নাগরিকত্ব শংসাপত্র প্রদানে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন