ঢাকা      শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

কক্সবাজারে এনজিও কর্মীর লাশ উদ্ধার

IMG
16 May 2024, 11:03 AM

কক্সবাজার, বাংলাদেশ গ্লোবাল: কক্সবাজারের উখিয়ায় ভাড়া বাসা থেকে এক এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ মে) রাত সাড়ে ১০টায় উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিমরত্না ঝাউতলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এনজিও কর্মী আবদুল্লাহ আল মাসুদ (২৩) কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালীর ফকিরাঘোনা এলাকার মো. শফির ছেলে। তিনি রোহিঙ্গা ক্যাম্পে সেবারত ‘এনআরসি’ এনজিওর শিক্ষা প্রকল্পে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, প্রতিদিন অফিস শেষে সন্ধ্যা হলে তার বাসার সামনের লাইট জ্বালিয়ে দিতো এবং বাসার পাশের একটি নলকূপ থেকে পানি নিতে আসতেন তিনি। কিন্তু বুধবার সন্ধ্যায় তার বাসার সামনে অন্ধকার থাকলে বাড়ির মালিক তার দরজায় কড়া নাড়েন। কোনো সাড়াশব্দ না পাওয়ায় জানালা দিয়ে উঁকি দিতেই চেয়ার উপর তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

মাইকেল নামের এক যুবক বলেন, ‘এনজিওর চাকরি এবং আমার বাড়ির সামনের বাসায় থাকার সুবাধে মাসুদের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। তিনি নতুন এই বাসায় উঠেছে কয়েকমাস হবে।’

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।’


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন