ঢাকা      সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

গাইবান্ধায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদন্ড

IMG
20 May 2024, 6:23 PM

গাইবান্ধা, বাংলাদেশ গ্লোবাল: গাইবান্ধায় মাদক মামলায় সিমা খাতুন (৪৫) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এসময় ও ময়নুল ইসলাম নামের অপর এক আসামীকে বেকসুর খালাশ প্রদান করা হয়।

কারাদন্ড প্রাপ্ত সীমা খাতুন দিনাজপুরের কোতয়ালি থানার আজিজুল হকের মেয়ে। সিমা খাতুন গোবিন্দগঞ্জের চরমগাছা পার্বতীপুর এলাকার খোকন মোল্লার স্ত্রী। আজ সোমবার দুপুরে দীর্ঘ শুনানী শেষে এ রায় প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.

মামলার বিবরনীতে জানা গেছে, ২০২২ সালের ২৯ ফেব্রুয়ারী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মায়ামনি হোটেলের সামনে থেকে ১০০ গ্রাম হিরোইন ও ছয় বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সিমা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।

এমামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন অ্যাড. বদরুন্নাহার বেবী। তিনি জানান, এই মামলার রায়ে তিনি সন্তুষ্ট। এসময় আসামী পক্ষে কোনো আইনজিবী উপস্থিত ছিলেন না।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন