ঢাকা      শুক্রবার, ২৪ মে ২০২৪, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

হার দিয়ে ঘরের মাঠকে বিদায় এমবাপ্পের

IMG
13 May 2024, 10:46 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: প্যারিসে কিলিয়ান এমবাপ্পের শেষ ম্যাচে। এ ম্যাচে পিএসজির মাঠে নিজের শেষ ম্যাচটা রাঙাতে মরিয়া ছিলেন ফরাসি তারকা। কিন্তু পারলেন না। এমবাপ্পে গোল পেলেও ঘরের মাঠে তুলুজের কাছে পিএসজি হেরেছে ৩-১ গোলে।

এ ম্যাচ জিতে শিরোপা উৎসব করতে চেয়েছিল লুইস এনরিকের শিষ্যরা। চলতি মৌসুমে লিগে দ্বিতীয় হারে মাটি হয়ে যায় সেই উৎসব। তাই তো ম্যাচে শেষে পিএসজির ফরাসি তারকার উসমান দেম্বেলে বলেন, ‘ঘরের মাঠের এই হার, আমাদের পার্টি কিছুটা নষ্ট করে দিয়েছে। এমনিতে হার সব সময়ই হতাশার, চ্যাম্পিয়ন হওয়ার পরও। আর নিজেদের সমর্থকদের সামনে এভাবে হারাটা অনেক হতাশার।’

ফরাসি লিগে এখনো পিএসজির দুটি ম্যাচ বাকি। সঙ্গে বাকি রয়েছে ফ্রেঞ্চ কাপের ফাইনালও। তবে এর কোনোটিই পিএসজির মাঠ পার্ক দ্য প্রিন্সেসে নয়। ফলে পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষনা দেওয়ার পর ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নামেন এমবাপ্পে।

শুরুটাও করেন দুর্দান্ত। ম্যাচের ৮ মিনিটে ফরাসি তারকা পেয়ে যান গোলের দেখা। তখন ধারণা করা হচ্ছিল ঘরের মাঠে নিজের শেষ ম্যাচটা রাঙাতে সব কিছুই করবেন বিশ্বকাপজয়ী এই তারকা। তবে পাঁচ মিনিট পর বদলে যায় সেই চিত্র। তুলুজকে সমতায় ফেরান থিস ডালিঙ্গা।

ম্যাচের বাকি সময়ে প্রতিপক্ষের রক্ষণে মুহুমুহু আক্রমণ করেও গোলের দেখায় পায়নি পিএসজি। উল্টো ৬৮ মিনিটে ইয়ান গোবো’র গোলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে ফরাসি চ্যাম্পিয়নরা। আর ম্যাচের ইনজুরি টাইমে ফ্রাঙ্ক মাগরি গোলে, ৩-১ ব্যবধানের জয় পায় তুলুজ।

যদিও ম্যাচ শেষে লিগ শিরোপার ট্রফি নিয়ে উৎসব করে পিএসজির ফুটবলারা। পরে পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকে গণমাধ্যমকে জানান, ‘সমর্থকেরা এমবাপ্পেকে শ্রদ্ধা জানানো হয়েছে, এটা তার প্রাপ্যও। বয়স কম হলেও সে ক্লাবের কিংবদন্তি। আমাদের সঙ্গে আরও কয়েকটা ম্যাচে সে আছে। আমি ওর (এমবাপ্পে) ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

ফরাসি লিগে পিএসজির আরও দুটি ম্যাচ রয়েছে। ১৫ মে নিস ও ২৯ মে মেৎসের বিপক্ষে লিগ ম্যাচ খেলবে ফরাসি জায়ান্টরা। এ ছাড়া আগামী ২৫ মে ফ্রেঞ্চ কাপের ফাইনাল লিওঁর মুখোমুখি হবে পিএসজি। এটি হবে ফরাসি তারকার প্যারিসের ক্লাবটির জার্সিতে শেষ ম্যাচে।


বাংলাদেশ গ্লোবাল/এইচএম

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন