ঢাকা      শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
শিরোনাম

ইসরাইলকে ‘লোহবর্মের মতো’ সুরক্ষা দেবে যুক্তরাষ্ট্র: বাইডেন

IMG
11 April 2024, 7:46 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল : ইরান প্রতিশোধমূলক হামলা চালাতে পারে, এমন শঙ্কার মধ্যে ইসরাইলকে এবার লোহবর্মের মতো সুরক্ষা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরাইলের হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশ শাখার শীর্ষ জেনারেলসহ ১৩ জন নিহত হন। এ হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইসরাইলকে রক্ষা করতে যা যা করা দরকার তার সবই করবে যুক্তরাষ্ট্র।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে স্থানীয় সময় বুধবার (১০ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় প্রেসিডেন্ট বাইডেন এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছি, ইরান এবং তার প্রক্সিদের কাছ থেকে যত হুমকি বা হামলা আসুক, ইসরাইলকে সুরক্ষার জন্য আমরা লোহবর্ম হয়ে থাকব। আমি আবার বলছি- লোহবর্ম হয়ে থাকব।

গাজা যুদ্ধ নিয়ে বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্য থাকলেও, ইসরাইলের ওপর কোনো হামলা মেনে নেবে না যুক্তরাষ্ট্র। যেকোন আক্রমণকে ইসরাইলের হয়ে মোকাবিলা করবে যুক্তরাষ্ট্র। এমন একটি বার্তা ইরানকে পাঠানোর চেষ্টা করছেন মার্কিন কর্মকর্তারা।

এদিকে সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরাইলি হামলার পর আবারও প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

বুধবার (১০ এপ্রিল) এক ভাষণে খামেনি বলেন,রকনস্যুলেটে হামলার মাধ্যমে ইসরাইল ইরানের ভূখণ্ডেই হামলা চালিয়েছে। তারা একটি ভুল করেছে। এর শাস্তি অবশ্যই তাদের পেতে হবে।

গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের গাজার শাসকগোষ্ঠী হামাস। সেদিন থেকেই উপত্যকাটিতে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। এ সংঘাতের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সক্রিয় হয়ে উঠেছে ইরানপন্থি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন