ঢাকা      শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
শিরোনাম

ডান-বাম নয়, সব পন্থি সরকারের হাত থেকে মুক্তি চায়: ফখরুল

IMG
01 May 2024, 7:54 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: শুধু ডান আর বাম নয়, সব পন্থির মানুষ সরকারের হাত থেকে মুক্তি চায় বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান মে দিবস উপলক্ষে আজ বুধবার (১ মে) বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ দাবি করেন। গোটা দেশ দানবের কবলে পড়ে তছনছ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বুঝেও না বুঝার ভান করে সরকার। শুধু ডান বা বাম নয়, সব পন্থির মানুষ সরকারের হাত থেকে মুক্তি চায়।

বিএনপি মহাসচিব আরও বলেন, সরকারের অপরাধ, দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। দেশটাকে তামাশায় পরিণত করেছে। তারা গণতন্ত্রের লেবাস পরে। শুধু বিএনপি নয়, সব গণতান্ত্রিক মানুষ আবারও জেগে উঠছে। তারা আন্দোলনের বিপ্লব করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, ‘সরকার বুলেটের জোরে ক্ষমতায় এসেছে, ভোটের জোরে নয়। এই কারণে ভোটের অধিকার নির্বাসনে পাঠিয়েছে।’ রাজপথে আন্দোলনের মাধ্যমে তাদের বিদায় হবে বলেও দাবি করেন তিনি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন