ঢাকা      রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১
শিরোনাম

যশোর সদর উপজেলার ভোট স্থগিত

IMG
23 May 2024, 7:29 PM

যশোর, বাংলাদেশ গ্লোবাল: ‍‍তৃতীয় ধাপে অনুষ্ঠেয় যশোর সদর উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার আদালতের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে সব পদের ভোট স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সংক্রান্ত ইসির নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়েছেন ইসির উপসচিব মো. আতিয়ার রহমান।

আগামী ২৯ মে এ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী ছিল। এখন আদালতের আদেশে চেয়ারম্যান পদে আরও একজন যুক্ত হবে।

ইসির চিঠিতে বলা হয়, যশোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে মো. শাহারুল ইসলাম আদালতে গেলে ১৩ মে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পাশাপাশি প্রতীক বরাদ্দের আদেশ পান তিনি। পরে ২০ মে এ আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল করলে তাতে ‘নো অর্ডার’ আদেশ আসে।

এমন পরিস্থিতিতে নতুন প্রার্থীকে যুক্ত করে আদালতের আদেশ বাস্তবায়নে ২৯ মে অনুষ্ঠেয় সদর উপজেলার সব পদের নির্বাচন স্থগিত করা হয়।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন