ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের জম্মু ফ্রন্টিয়ারের এক্স হ্যান্ডেলে জানিয়েছে যে, জম্মুতে বিএসএফ-এর প্রহরা চৌকিতে হামলা চালিয়েছে পাকিস্তান। খবর বিবিসির।
সেখানে বলা হয়, ৯ মে রাত প্রায় ৯টা থেকে, পাকিস্তান কোনো উস্কানি ছাড়াই জম্মু সেক্টরে বিএসএফ চৌকিগুলো টার্গেট করে গুলি চালাতে শুরু করে। ভারতও পাকিস্তানের বিরুদ্ধে সমান শক্তিতে হামলা চালানোর কথা জানিয়েছে।
সীমান্তে পাকিস্তান রেঞ্জার্সের চৌকি এবং সম্পদের ব্যাপক ক্ষতি করা হয়েছে বলে দাবি করেছে বিএসএফ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com