ঢাকা      বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২
শিরোনাম

সিরিয়াকে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে বললেন ট্রাম্প

IMG
14 May 2025, 10:19 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সাথে সৌদি আরবের রিয়াদে বৈঠকের সময় তাকে পাঁচটি নির্দেশনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিয়াভিট এ তথ্য দিয়েছেন।

ট্রাম্প যে পাঁচটি শর্ত বা নির্দেশনা সিরিয়াকে দিয়েছেন, সেগুলো হলো:

১. ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহার অ্যাকর্ড বা আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করা

২. সব ‘বিদেশি সন্ত্রাসী’কে সিরিয়া থেকে চলে যেতে বলা

৩. ‘ফিলিস্তিনি সন্ত্রাসী’দের সিরিয়া ত্যাগে বাধ্য করা

৪. কথিত ইসলামিক স্টেট গ্রুপের পুনরুত্থান বন্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করা

৫. উত্তর-পূর্ব সিরিয়ায় এই গোষ্ঠীর সাথে সম্পর্কিত ডিটেনশন সেন্টারগুলোর দায়িত্ব নেয়া

প্রসঙ্গত, আব্রাহাম অ্যাকর্ড হলো আরব-ইসরাইল সম্পর্ক স্বাভাবিক করতে ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যে একটি চুক্তি, যা ২০২০ সালের সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই চুক্তিটি হয়েছিলো ইসরাইলের সাথে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন