ঢাকা      বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২
শিরোনাম

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

IMG
15 May 2025, 7:40 AM

নেত্রকোনা, বাংলাদেশ গ্লোবাল: নেত্রকোনার কেন্দুয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অনশন করছেন। এ ঘটনা উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাশাটী গ্রামের মিয়াপাড়ার বিল্লাল মিয়ার বাড়িতে ঘটেছে।

জানা গেছে, বিল্লাল মিয়ার ছেলে নাঈমকে (১৬) ভালোবাসেন একই ইউনিয়নের টাঙ্গুয়া গ্রামের এক মেয়ে (১৪)। ওই প্রেমিকা গতকাল বুধবার সকাল ১০টার দিকে নাঈমের বাড়িতে এসে বিয়ের দাবি জানিয়ে অনশন শুরু করেন।

এ বিষয়ে ওই প্রেমিকা বলেন, এক বছর আগে তার বোনের বাড়িতে (মিয়াপাড়ায়) নাঈমের সঙ্গে পরিচয় হয়। পরিচয় সূত্রে মোবাইল নাম্বারের আদান-প্রদান হয়। এক সময় প্রেমের গভীর সম্পর্ক গড়ে উঠে। নাঈম তাকে বাড়িতে আসতে বলেন। তার কথামতো আমি নিজ বাড়ি ছেড়ে নাঈমের বাড়িতে আসি। আমি আসার পর নাঈমকে বাড়িতে না পেয়ে তার বাড়িতে অবস্থান করছি। নাঈমের সঙ্গে বিয়ে না হওয়া পর্যন্ত আমি এ বাড়ি ছেড়ে যাবো না।

এ বিষয়ে নাঈমের মা আছমা আক্তার সাংবাদিকদের বলেন, তার ছেলের প্রেমের বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি দাবি করেন, আমার ছেলেও এ বিষয়ে কিছু জানে না। তবে ছেলে পছন্দ করলে আমাদের কোনো আপত্তি নেই।

এ সম্পর্কে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন