ঢাকা      শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২
শিরোনাম

মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

IMG
16 May 2025, 11:42 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাউজিং এলাকায় বৃহস্পতিবার ছিনতাইকারী সন্দেহ রাকিব হোসেন (২১) নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় গণপিটুনিতে রাকিবের সহযোগী মিলন হোসেন (৩৮) আহত হন। তাঁকে পুলিশ পাহারায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজউদ্দিন সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সকালে রাকিব হোসেন ও মিলন নামের দুই ছিনতাইকারী মোহাম্মদপুর সিটি হাউজিং এলাকার ৪ নম্বর সড়কে এক ব্যক্তিকে চাপাতি ঠেকিয়ে তাঁর কাছ থেকে টাকা ও মালামাল ছিনতাই করছিলেন। ওই ব্যক্তি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারী রাকিব ও মিলনকে আটক করে বেধড়ক পেটান।

মোহাম্মদপুর থানা পুলিশ খবর পেয়ে জনরোষ থেকে রাকিব ও মিলনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে রাকিব মারা যান। আর মিলন ওই হাসপাতালে চিকিৎসাধীন। দুই ছিনতাইকারীর কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা হাফিজ উদ্দিন বলেন, রাকিবের বিরুদ্ধে এর আগে মোহাম্মদপুর থানায় একটি চুরির মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন