মেহেরপুর, বাংলাদেশ গ্লোবাল: শুধুমাত্র একাডেমিক শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না, হাতে কলমে দক্ষতা অর্জন থাকতে হবে। একাডেমিক ডিগ্রি র থেকে দক্ষতা অর্জন জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। শুক্রবার (১৬ মে) বিকেলে মেহেরপুর টিটিসিতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ ও চলমান কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সভা কক্ষে বিভিন্ন ট্রেডের ইনস্ট্রাক্টর ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন মনির হায়দার। এসময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ও সমস্যা তুলে ধরেন শিক্ষার্থীরা। সমস্যা সমাধানের চেষ্টার আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।
ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া, মেহেরপুর টিটিসির অধ্যক্ষ মোজাম্মেল হোসেন, মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নাদির হোসেন শামীম, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
জেলাকে এগিয়ে নিতে বিভিন্ন বিভাগে দক্ষ জনবল তৈরির বিষয়ে গুরুত্ব দেন অন্য বক্তারা। মতবিনিময় সভায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com