গাজীপুর, বাংলাদেশ গ্লোবাল: বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। আজ শনিবার সকাল ৯টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকার মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন মহাসড়কটি ব্যবহারকারীরা।
টঙ্গীর দত্তপাড়া এলাকার এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন বলে জানা গেছে। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, দত্তপাড়ায় অবস্থিত এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড নামক প্রতিষ্ঠানে দেড় হাজারের বেশি শ্রমিক কাজ করেন। গত এপ্রিল মাসের বেতন এখনও পাননি কারাখানাটির শ্রমিকরা। বিষয়টি নিয়ে শ্রমিকরা ক্ষুব্ধ ছিলেন।
প্রতিদিনের ন্যায় শনিবার সকালে কারখানাটিতে প্রবেশ করেন শ্রমিকরা। একপর্যায়ে সকাল ৯টার দিকে কারখানা থেকে বের হন তারা। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ টঙ্গী অঞ্চলের পরিদর্শক ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন, ‘শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক বন্ধ করে রেখেছেন। সমস্যাটি সমাধানের জন্য কাজ করা হচ্ছে।'
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com