ঢাকা      রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
শিরোনাম

হঠাৎ মোটর সাইকেলে এসে বুকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই

IMG
18 May 2025, 11:03 AM

নাটোর, বাংলাদেশ গ্লোবাল: নাটোরের চাঁদপুর এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে 'পুলিশ' পরিচয়ে দুই পান চাষির বুকে পিস্তল ঠেকিয়ে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে নাটোর সদর উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পান চাষিরা হলেন: রাজশাহীর পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের আবুল হোসেন (৩২) ও একই গ্রামের বেল্লাল (৫৫)।

পান চাষি আবুল হোসেন জানান, শনিবার সকালে পুঠিয়া থেকে দত্তপাড়া মোকামে পান নিয়ে যান তারা। তারা এক লাখ ৭৫ হাজার টাকার পান বিক্রি করেন। বাড়ি ফেরার পথে নাটোরের চাঁদপুর এলাকায় পৌঁছালে একটি মোটর সাইকেলে দু’জন এসে তাদের গতিরোধ করে। এ সময় 'পুলিশ' পরিচয়ে তাদের বুকে পিস্তল ঠেকিয়ে এক লাখ ৭৫ হাজার টাকা কেড়ে নেয়া হয়। পরে তারা দ্রুত পালিয়ে যায়। এ সময় পাশে বসা আরেক ব্যবসায়ী বেল্লাল এক দুর্বৃত্তের ছবি তুলে রাখেন।

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। তবে কেউ এখনও থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন