ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অসদাচরণ করলে কেউ রেহাই পাবে না বলে কঠোর বার্তা দিয়েছে দলটি। শুক্রবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের এ অবস্থানের কথা জানান।
রিজভী বলেন, ‘স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, দলের নামে যে কেউ যে কোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক কর্মকাণ্ড করলে রেহাই পাবে না। আমরা তাৎক্ষণিক তদন্ত এবং ভিডিও-অডিও সব কিছু পরীক্ষা করবো। যদি দেখা যায় কেউ দায়ী, তাঁর বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি বলেন, ‘আমরা তো প্রতিদিনই এটা করি, তারপরও আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে জানিয়ে দেওয়া যে, আর কেউ যেন সাহস না পায়। দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারও সঙ্গে অথবা অন্য যে কোনো মানুষের সঙ্গে কোনো ধরনের সহিংস আচরণ করবে, সন্ত্রাসীমূলক আচরণ করবে, সে রেহাই পাবে না।’ দল এবং বিভিন্ন অঙ্গ-সংগঠনের চার থেকে পাঁচ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান রিজভী।
গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ বিভিন্ন জেলায় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে রিজভী বলেন, কুড়িগ্রামের চিলমারীতে কমিটি গঠনকে কেন্দ্র করে মশাল মিছিল, ভাঙচুর ও নিজ দলের কর্মীদের আঘাত করার ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে বিষয়টি তদন্ত করে চিলমারী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাঈদ হোসেন পাখি ও সদস্য আবদুল মতিন শিরিনকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া কুমিল্লা দক্ষিণ জেলার পাছথুবী ইউনিয়নের (দক্ষিণ) সাধারণ সম্পাদক খোকন মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। খোকন দলের নামে সন্ত্রাস ও অস্ত্রবাজিতে যুক্ত ছিল।
তিনি জানান, বহিষ্কার করা হয়েছে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকে। কয়েক দুষ্কৃতিকারী নিয়ে মহিলা দলের এক নেত্রীকে মারধর করেছেন ইব্রাহিম। পাটগ্রামে কিছু লোক বিএনপির নামে থানায় ঢুকে ভাঙচুর করেছে এবং দু’জনকে ছিনিয়ে আনার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, রাজধানীর বনানী থানা যুবদলের আহ্বায়ক মুনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি বুধবার রাতে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর হামলা চালায়। এমন ছবি বিভিন্ন গণমাধ্যমের অনলাইনে এসেছে। এটা জানার সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদী যুবদল এই নামধারী নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে। সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com