ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, মস্কোর বৃহৎ আক্রমণ শুরুর পর থেকে একক হামলায় এটিই সবচেয়ে বেশি সংখ্যক রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আক্রমণ৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপে ‘কোনো অগ্রগতি না হওয়ার’ পরই এই হামলা এসেছে৷
কিয়েভে অবস্থানরত ডয়চে ভেলের সংবাদদাতা জানিয়েছেন, মধ্যরাতের পর বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙে যায় এবং ভোর সাড়ে চারটা পর্যন্ত হামলা অব্যাহত থাকে৷ কিয়েভের উত্তর ও পশ্চিম অংশে একাধিক এলাকায় হামলা হয়েছে৷ ভবন, স্কুল, চিকিৎসা কেন্দ্র ও পরিবহন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে৷
বাতাসে রাসায়নিক পদার্থের উপস্থিতির কারণে জানালা না খোলার পরামর্শ দেওয়া হয়েছে৷ বিশেষভাবে উদ্বেগের বিষয় হলো, কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকানো যায়নি৷
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com