ঢাকা      শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
শিরোনাম

বন্যায় বিপর্যস্ত টেক্সাস, ২৪ জনের মৃত্যু, নিখোঁজ ২৫ শিশু

IMG
05 July 2025, 11:54 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বন্যায় ২৫টি মেয়ে শিশু হারিয়ে যাওয়ার তথ্য আসলেও মোট কতো মানুষ নিখোঁজ আছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সেখানে একটি সামার ক্যাম্পে অংশ নেয়া ২৩-২৫টি মেয়েকে খুঁজে পেতে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। এছাড়া ওই ক্যাম্পে আটকে পড়া বাকি শিশুদের উদ্ধার করা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাসের বন্যাকে "ভয়াবহ" ও "মর্মান্তিক" বলে উল্লেখ করেছেন। বন্যায় ওই অঞ্চলে টেলিযোগাযোগ অবকাঠামোর ক্ষতি হওয়ায় লোকজনের সাথে যোগাযোগ কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বন্যার কারণে টেক্সাসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে নেওয়া সব কর্মসূচি বাতিল করা হয়েছে। এদিকে, এখন পর্যন্ত ২৩৭ জনকে উদ্ধারের তথ্য পাওয়া গেছে। হেলিকপ্টার ছাড়াও 'হাই প্রোফাইল ট্যাকটিক্যাল' সামরিক বাহন উদ্ধার তৎপরতায় মোতায়েন করা হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন