ঢাকা      রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
শিরোনাম

পাকিস্তানের সাথে সংঘর্ষে তিন প্রতিপক্ষ ছিল: দাবি ভারতের উপ-সেনাপ্রধানের

IMG
05 July 2025, 6:22 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সীমান্তে একজন নয়, 'তিনজন প্রতিপক্ষের' বিরুদ্ধে ভারতকে লড়তে হয়েছে বলে দাবি করেছেন ভারতের উপ-সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। তিনি বলেছেন, প্রতিপক্ষ হিসাবে পাকিস্তান "দৃশ্যমান" হলেও নেপথ্যে থেকে চীন এবং তুরস্ক তাদের সাহায্য করেছে।

ভারতের ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ (কেপাবিলিটি, ডেভেলপমেন্ট অ্যান্ড সাসটেইনস) লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেছেন, চীন পাকিস্তানকে শুধুমাত্র সামরিক সরঞ্জামই দেয়নি; সেগুলোর কার্যকারিতা যাচাইয়ের ক্ষেত্র হিসেবে কাজ করেছে পাকিস্তান।

ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর 'নিউ এজ মিলিটারি টেকনোলজিস' প্রোগ্রামে বক্তব্য রাখতে গিয়ে ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে তিনি এ মন্তব্য করেন। 'অপারেশন সিন্দুর' থেকে ভারত কী শিক্ষা নিতে পারে - সে বিষয়ে যেমন মত প্রকাশ করেছেন তিনি, তেমনই কয়েকটা ক্ষেত্রে 'রাখঢাক' না করে সমালোচনাও করতে ছাড়েননি।

তিনি অভিযোগ করেছেন, কার্যকর সরবরাহ ব্যবস্থার অভাবে সামরিক সরঞ্জাম "সময় মতো এসে পৌঁছায়নি" না হলে, "গল্পটা হয়তো একটু অন্যরকম হতো।" তার এই মন্তব্য ঘিরে নানা আলোচনা তৈরি হয়েছে।

চীনের প্রসঙ্গ টেনে বিজেপি সরকারকে কটাক্ষ করেছে বিরোধী দল কংগ্রেস। প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ তুলেছেন, পাকিস্তানকে সাহায্যের বিষয়ে চীনের ভূমিকা নিয়ে যা এতোদিন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে "পাবলিক প্লাটফর্মে দাঁড়িয়ে তা স্পষ্ট করে দিয়েছেন উপ-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং।"

পাশাপাশি তিনি উল্লেখ করেছেন, "এটা সেই চীন যারা পাঁচ বছর আগে লাদাখে স্থিতাবস্থা পুরোপুরি বদলে দিয়েছিল। কিন্তু ২০২০ সালের ১৯ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের ক্লিন চিট দেন।"

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন