ঢাকা      সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
শিরোনাম

ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো ভারত

IMG
07 July 2025, 5:07 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: হেডিংলির প্রতিশোধ বার্মিংহ্যামে। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরালো ভারত। পাঁচ ম্যাচের সিরিজের ফলাফল এখন ১-১। যে এজবাস্টনে ভারত কোনদিন জিততে পারেনি, সেই মাঠেই জয় ছিনিয়ে নিলো। অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেলেন শুভমান গিল।

ইংল্যান্ডকে ৬০৮ রানের বিশাল টার্গেট দিয়েছিল ভারত। চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ৭২। পঞ্চম ও শেষ দিনে ৫৩৬ রান করলে জিতবে ইংল্যান্ড, এই অবস্থায় ব্যাট করতে নেমে বেন স্টোকসরা থেমে গেলেন ২৭১ রানে। গুরুত্বপূর্ণ টেস্টে ভারতকে জয় এনে দিলেন বোলাররা।

পঞ্চম দিনে বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। ১০ ওভার কেটে নেওয়া হয়। ৯০ ওভারের ম্যাচ হয়ে যায় ৮০ ওভারের। আকাশদীপ শুরুতেই ধাক্কা দেন। পোপ (২৪) ও হ্যারি ব্রুককে (২৩) দ্রুত ফেরান এই পেসার। ৮৩ রানে পাঁচ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ৭০ রানের পার্টনারশিপ গড়েন স্টোকস ও জ্যামি স্মিথ। লাঞ্চের ঠিক আগে এই পার্টনারশিপ ভাঙেন ওয়াশিংটন সুন্দর। স্টোকসকে এলবিডব্লিউ করেন ওয়াশিংটন। লাঞ্চের সময় ইংল্যান্ডের রান ৬ উইকেটে ১৫৩।

ততক্ষণে জয়ের গন্ধ পেতে শুরু করেছে ভারতের সাজঘর। স্মিথ ও ক্রিস ওকস ৪৬ রান যোগ করেন। প্রসিদ্ধ কৃষ্ণার বিষাক্ত ডেলিভারির মোকাবিলা করতে না পেরে সিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওকস (৭)। পার্টনারশিপের সিংহভাগ রান করেন স্মিথ। ৮৮ রানে স্মিথকে ফেরান আকাশদীপ। প্রথম ইনিংসে চারটির পরে দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট নেন আকাশদীপ।

জশ টংয়ের ক্যাচ অবিশ্বাস্যভাবে ঝাঁপিয়ে ধরলেন সিরাজ। বাকিটা ছিল কেবল সময়ের অপেক্ষা। এজবাস্টনে জিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো গিলের দল।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন