স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও বড় ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে রস্টন চেজের দলকে ১৩৩ রানে হারায় প্যাট কামিন্সের দল। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে অজিরা। ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন অ্যালেক্স কেয়ারি।
সেন্ট জর্জে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন কামিন্স। প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয় অজিরা। জবাবে ২৫৩ রান করে রস্টন চেজের দল। অজিরা লিড পায় ৩৩ রানের। দ্বিতীয় ইনিংসে ২৪৩ রানে অলআউট হলে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ২৭৭ রান; যেখানে ১৪৩ অলআউট হয় উইন্ডিজরা। অস্ট্রেলিয়া জেতে ১৩৩ রানে।
অজিদের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৭১ রান আসে স্টিভেন স্মিথের ব্যাট থেকে। ৫২ রান করেন ক্যামেরন গ্রিন। এতে লিড দাঁড়ায় ২৭৬। শামার জোসেফের ৪ উইকেটের পর ২টি করে উইকেট নেন জেইডেন সিলস, আলঝারি জোসেফ ও জাস্টিন গ্রিভস।
ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৩৪ করেন চেজ। এছাড়া ২৪ করেন শামার জোসেফ। মিচেল স্টার্ক ও নাথান লায়ন ৩টি করে উইকেট নেন। হ্যাজেলউড ২টি ও একটি করে উইকেট নেন কামিন্স ও ওয়েবস্টার।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com