ঢাকা      সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
শিরোনাম

টেস্ট অধিনায়কত্বের অভিষেকে সর্বোচ্চ ইনিংস উইয়ান মুল্ডারের

IMG
07 July 2025, 5:29 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ক্রাইস্টচার্চের ল্যাঙ্কাস্টার পার্ক স্টেডিয়ামটি আর নেই। ২০১১ সালে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর স্টেডিয়ামটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। এই মাঠেই ১৯৬৮ সালে ভারতের বিপক্ষে ২৩৯ রানের ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের গ্রাহাম ডাউলিং, যা টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে কারও ব্যক্তিগত সর্বোচ্চ ছিল। ৫৭ বছর আগে গড়া ডাউলিংয়ের রেকর্ডও ল্যাঙ্কাস্টার পার্কের মতোই বিলীন হয়ে গেল।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্ট খেলতে নেমেই ডাউলিংয়ের কীর্তি ভেঙে দিয়েছেন উইয়ান মুল্ডার। বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা। তিন নম্বরে নামা মুল্ডার অপরাজিত ২৬৪ রানে! প্রোটিয়ারা প্রথম দিন শেষ করেছে ৪ উইকেটে ৪৬৫ রান তুলে। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার এখন পর্যন্ত মেরেছেন ৩৪ চার ও ৩ ছক্কা।

অথচ মুল্ডারের এতো তাড়াতাড়ি দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক হওয়ারই কথা নয়। টেস্টের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দলটির অধিনায়ক টেম্বা বাভুমা হ্যামস্ট্রিং চোটের কারণে জিম্বাবুয়ে সফরে যাননি। বিশ্রামে রাখা হয়েছে সহ-অধিনায়ক এইডেন মার্করাম এবং অভিজ্ঞ পেসার কাগিসো রাবাদাকেও। তাঁদের অনুপস্থিতিতে দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছিল বাঁহাতি স্পিনার কেশব মহারাজের কাঁধে।

কিন্তু বুলাওয়াতেই প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় মহারাজ কুঁচকিকে চোট পাওয়ায় দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েন। তাঁর জায়গায় প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিতে নেমেই ইতিহাস গড়লেন মুল্ডার।

৭০ বছরের মধ্যে এটি দক্ষিণ আফ্রিকার কোনো অধিনায়কের টেস্ট অভিষেকে প্রথম সেঞ্চুরি। মুল্ডারের আগে প্রোটিয়াদের প্রথমবারের মতো নেতৃত্ব দিতে নেমে তিন অংক ছুঁয়েছিলেন জ্যাকি ম্যাকগ্লু, ১৯৫৫ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন