ঢাকা      সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
শিরোনাম

ইতিহাস গড়ে দেশে ফিরলেন বাংলার মেয়েরা

IMG
07 July 2025, 6:32 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মানুষের কোলাহল মধ্যরাতেও থামেনি। একটা অংশের অপেক্ষা ছিল ভিআইপি লাউঞ্জে। বাংলাদেশ নারী ফুটবল দল দেশে ফিরেছে। মিয়ানমারে ইতিহাস গড়েছে বাংলার মেয়েরা। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এএফসি এশিয়ান কাপে। মেয়েদের এবারের ফেরাটা তাই একটু বেশিই বিশেষ।

মিয়ানমারে নিজেদের গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছেন আফিদা-ঋতুপর্ণারা। বাছাইপর্ব শেষে রোববার মধ্যরাতে দেশে ফিরেছে দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নারী দলের গন্তব্য হাতিরঝিলের এম্ফিথিয়েটার। রাতেই সেখানে তাদের জন্য সংবর্ধনার ব্যবস্থা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সংবর্ধনায় সবাইকে একসঙ্গে পেতেই মূলত রাত আড়াইটায় এই আয়োজন করে বাফুফে। ঢাকায় পা রাখার কয়েক ঘণ্টা পরই আবার ভুটানের লিগ খেলতে দেশ ছাড়বেন বাংলাদেশের দলের অন্যতম সেরা তারকা ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। এর দু'দিন পর আরও তিন নারী ফুটবলার ভুটানের উদ্দেশ্যে যাত্রা করবেন। যে কারণে পুরো দলকে একসঙ্গে নিয়ে মধ্যরাতে এমন আয়োজনের পরিকল্পনা করে বাফুফে।

২০২৬ এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ বাহরাইনকে ৭-০, মিয়ানমারকে ২-১ এবং তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন