ঢাকা      সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
শিরোনাম

পুলিশের বাধার মুখে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, ছত্রভঙ্গ

IMG
07 July 2025, 2:27 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর শাহবাগ থেকে পদযাত্রা করে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। কাকরাইলে পুলিশের বাধার পর তাঁরা মৎস্য ভবন মোড়, কাকরাইল ও আশপাশে ছত্রভঙ্গ হয়ে যান। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। দুপুর ১২টার দিকে কাকরাইল মসজিদের সামনে পুলিশ তাঁদের বাধা দেয়।

আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফেরত ও বিজিবির নাম আবার বিডিআর করাসহ কয়েক দফা দাবিতে আন্দোলন করছেন। চাকরিচ্যুত বিডিআর সদস্যের ছেলে মারুফ সরকার সাংবাদিকদের বলেন, পুলিশ তাঁদের পদযাত্রায় জলকামান, কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠিচার্জ করে। তাঁদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, যমুনার কাছাকাছি এলাকা থেকে আহত দু'জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা হলেন মো. শামছুল হক (৫৫) ও মো. ইউনুছ আলী (৫৭)।

রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও এর পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ডিএমপি। এরপরও যমুনার উদ্দেশে পদযাত্রা করায় তাঁদের ছত্রভঙ্গ করা হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন