বিজনেস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হলে আগামী ১ আগস্ট থেকে বেশি হারে শুল্ক দিতে হবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চিঠিতে জানান, বাণিজ্য সমঝোতা না হলে আরো বেশি শুল্ক অবশ্যম্ভাবী। দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর গত ২ এপ্রিল 'রেসিপ্রোকাল' শুল্ক ঘোষণা করেন তিনি।
মার্কিন ট্রেসারি সেক্রেটারি স্কট বেস্যান্ট বলেছেন, "বেশ কয়েকটি দেশকে প্রেসিডেন্ট ট্রাম্প চিঠি দিয়ে জানাবেন, তারা যদি নতুন সমঝোতা না মানেন; তাহলে ১ আগস্ট থেকে বেশি হারে শুল্ক দিতে হবে। গত ২ এপ্রিল যে উঁচু হারে শুল্কের ঘোষণা করা হয়েছিল, সেটা কার্যকর হবে।" এপ্রিলে ঘোষিত ট্রাম্পের নতুন শুল্কনীতিতে একাধিক দেশকে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত রপ্তানি শুল্ক দিতে হতে পারে।
অন্যদিকে, ব্রিকস দেশগুলির সমালোচনার জবাব দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন, যারা যুক্তরাষ্ট্র বিরোধী নীতি নেবে; তাদের উপর আরো ১০ শতাংশ শুল্ক ধার্য করবে যুক্তরাষ্ট্র। তার সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে ট্রাম্প লিখেছেন, "যে দেশ ব্রিকসের যুক্তরাষ্ট্র বিরোধী নীতি গ্রহণ করবে, তাদের অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক দিতে হবে। '
যুক্তরাষ্ট্র বিরোধী' নীতি কী তা অবশ্য খোলাসা করে বলেননি মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের 'নির্বিচার' শুল্কনীতির নিন্দা করেছে ব্রিকস দেশগুলি। এই দেশের নেতারা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, ''এই শুল্কনীতি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে এবং এটি ডাব্লিউটিও'র নীতির বিরোধী।''
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com