ঢাকা      শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
শিরোনাম

জঙ্গিবাদে সম্পৃক্ত সন্দেহে বাংলাদেশিদের গ্রেফতারে ঢাকার উদ্বেগ

IMG
11 July 2025, 10:51 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সন্ত্রাসবাদের অভিযোগে বাংলাদেশি নাগরিকদের গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেছেন কুয়ালালামপুরে অবস্থানরত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ শুক্রবার (১১ জুলাই) তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সম্প্রতি মালয়েশিয়ার পুলিশের হাতে গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ তদন্তে বাংলাদেশ সরকার মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে।

কুয়ালালামপুরে ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাজী মোহাম্মদ বিন হাজী হাসানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেন, মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিকদের বিষয়ে যথাযথ তদন্তে সরকার আন্তরিক এবং এই ক্ষেত্রে মালয়েশিয়ার সহযোগিতা চায় ঢাকা। বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং সহযোগিতা সহজতর করতে ঢাকাকে আশ্বস্ত করেছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে, পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামির সঙ্গে দেখা করেন। এসময় তারা বিভিন্ন দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বহুপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

উভয় পক্ষই বাংলাদেশে চলমান সংস্কার, রোহিঙ্গা সংকট, এলডিসি স্নাতকোত্তর সহায়তা নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ মিশন।

পররাষ্ট্র উপদেষ্টা নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ এবং দক্ষিণ কোরিয়ার উপমন্ত্রী পার্ক ইউনজুর সঙ্গেও সাক্ষাৎ করেন। এসময় তারা দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এআরএফ মন্ত্রী পর্যায়ের বৈঠকের পরবর্তী অধিবেশন ২০২৬ সালে ম্যানিলায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা আসিয়ান আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকে জাতীয় বিবৃতি দেন। এতে তিনি জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার প্রভাব বিবেচনা করে রোহিঙ্গা সংকটের প্রতি আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

পররাষ্ট্র উপদেষ্টা আসিয়ান সদস্যদের বাংলাদেশের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টাকে ইতিবাচকভাবে বিবেচনা করার আহ্বান জানান। মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. ফরহাদুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন