ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর পল্লবীতে দাবি করা ‘পাঁচ কোটি টাকা’ চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মামুন মোল্লা, মোহাম্মদ রায়হান ও নিলয় হোসেন বাপ্পী। শনিবার রাতে পল্লবী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গত শুক্রবার বিকেলে পল্লবীর আলাব্দিরটেকে এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে ৩০-৩৫ জন হামলা চালায়। এ সময় চার রাউন্ড গুলি ছোঁড়া হয়। এতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শনিবার রাতে মামলা হয়। হামলাকারীদের বেশ কয়েকজনকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com